Ek Baar Aasiya Sonar Chand

Ek Baar Aasiya Sonar Chand

Abbas Uddin Ahamed

Альбом: Allah Megh De
Длительность: 3:06
Год: 1940
Скачать MP3

Текст песни

ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে
ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

ও দিয়া ও দিয়া যান রে বন্ধু
ডারা না হোন পার
ওরে থাউক মন তোর দিবার থুবার দেখায় পাওয়া ভার রে
ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

কোড়া কান্দে কুড়ি কান্দে
কান্দে বালি হাঁস
ওরে ডাহুকি কান্দনে ও মুই ছাড়নু ভাইয়ার দ্যাশ রে
ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

আইলত ফোটে আইল কাশিয়া
দোলাত ফোটে হোলা
ওরে বাপ-মায়ে বেচেয়া খাইছে সোয়ামি পাগেলা রে
ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

লোকে যেমন ময়নারে পোষে পিঞ্জিরায় ভরিয়া
ওরে ওই মতন নারীর যৌবন রাকিছং বান্দিয়া রে
ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে