Ki Sur Baje Amar Prane
Aditi Mohsin
4:14সখা, তোমারে পাইলে আর সখা, তোমারে পাইলে আর বৃথা ভোগ-সুখে চিত্ত রহে না, রহে না তোমারে পাইলে আর সে যে অমৃত সাগরে ডুবে যায় সে যে অমৃত সাগরে ডুবে যায় সংসারে দুঃখ তারে দহে না, দহে না তোমারে পাইলে আর সখা, তোমারে পাইলে আর সখা, তোমাতে কি সুধা, কি আনন্দ কত সৌরভ, কত মকরন্দ সখা, তোমাতে কি সুধা, কি আনন্দ কত সৌরভ, কত মকরন্দ সকল বাসনা চিরতৃপ্ত ও তার সকল বাসনা চিরতৃপ্ত এ জনমে আর কিছু চাহে না, চাহে না তোমারে পাইলে আর সখা, তোমারে পাইলে আর সে যে মণি-কাঞ্চন ফেলে পায় রাজমুকুট চরণে দলে যায় সে যে মণি-কাঞ্চন ফেলে পায় রাজমুকুট চরণে দলে যায় কি বস্তু হিয়া মাঝে পায় ও সে কি বস্তু হিয়া মাঝে পায় আমাদের সনে কথা কহে না, কহে না তোমারে পাইলে আর সখা, তোমারে পাইলে আর বৃথা ভোগ-সুখে চিত্ত রহে না, রহে না তোমারে পাইলে আর সখা, তোমারে পাইলে আর