Hridmajhare Rakhbo 2.0

Hridmajhare Rakhbo 2.0

Aditya Chakraborty

Длительность: 4:37
Год: 2021
Скачать MP3

Текст песни

এক জনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে, ও মন
এক জনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে, ও আবার
সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা?
সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
কী ঘর বানাইমু আমি –
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নাই আমার
ও, লোকে বলে, ও, বলে রে, ঘরবাড়ি ভালা নাই আমার
পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন
পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে –
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ও, কাটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
ও, বতরে পিরিতির ফুল ফুটে
মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা
পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার
পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার
আরে, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার
কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন
আজ চার আনা, কাইল চার আনা পাই যে দরশন
লাল পাহাড়ি দেশে যাবি, হাঁড়ি আর মাদল পাবি
মেয়ে—মরদের আদর পাবি রে
ও নাগর, ও নাগর
ইক্কেবারে মানাইছে নাই রে
ও, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
ও, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
ওগো রাই আমাদের, রাই আমাদের
আমরা রাইয়ের, শ্যাম তোমাদের
হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই
ভুবনমোহন গোরা
কোন মণিজনার মনোহরা
ভুবনমোহন গোরা
ও, কোন মণিজনার মনোহরা
ওরে, নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে, নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
চলে গেলে যেতে দেবো না না না
না না না, না না না, যেতে দেবো না
তোমায় হৃদ—মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় বক্ষ—মাঝে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদয়—মাঝে রাখবো, ছেড়ে দেবো না