Aashun Aashun Kheye Dekhun

Aashun Aashun Kheye Dekhun

Amit Kumar

Длительность: 5:16
Год: 1991
Скачать MP3

Текст песни

আসুন দাদা, আসুন দিদি
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার
খেলে কিন্তু ঘুরে-ফিরে আসতে হবে আবার

আসুন দাদা, আসুন দিদি
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার
খেলে কিন্তু ঘুরে-ফিরে আসতে হবে আবার
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার

ডিমের ডেভিল আছে, কষা মাংস আছে, আছে চিংড়ি মাছের কাটলেট
কচুড়ি পাবেন, সিঙাড়া পাবেন, পাবেন ডিমের মামলেট

আছে ডিমের ডেভিল, আর মাংস কষা, রকমারি কাবাব
রকমারি কাবাব, দাদা, রকমারি কাবাব
চিংড়ি মাছের কাটলেট এর ই, বলুন কোথায় জবাব?
বলুন কোথায় জবাব, দাদা? বলুন কোথায় জবাব?

এই খাওয়া তে এমন জাদু...
এই খাওয়া তে এমন জাদু, ছেলে-মেয়ে পটে
পটে গেলে কেউ কাউকে ছাড়বে না তো আর

আসুন দাদা, আসুন দিদি
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার

আরে বউ যদি ঝাঁটা মারে (বেরোও মুখপোড়া, ঝেটিয়ে তোর বিষ ঝেড়ে দেব না)
বউ যদি ঝাঁটা মারে, শান্তি পাবেন এসে
শান্তি পাবেন এসে এখানে, শান্তি পাবেন এসে

গরম চা আর সিঙাড়াতে দুঃখ যাবে ভেসে
দুঃখ যাবে ভেসে, দাদা, দুঃখ যাবে ভেসে

ঘুরে যাবে ভাগ্যের চাকা, ঘুরে যাবে রে
ঘুরে যাবে ভাগ্যের চাকা, আসবে অনেক টাকা
লজ্জা কেন, চলে আসুন এখানে একবার

আসুন দাদা, আসুন দিদি
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার

দেশের লোকের করবো সেবা, তাই খুলেছি দোকান
তাই খুলেছি দোকান, দাদা, তাই খুলেছি দোকান
খাওয়াবে আর খাবে যারা, তারা হবে মহান
তারা হবে মহান, দাদা, তারা হবে মহান

তবে একটা কথা বলে রাখছি
একটা কথা, এই দোকানে নগদে কারবার
হাসি মুখে করবো সেবা আমরা জনতার

আসুন দাদা, আসুন দিদি
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার
খেলে কিন্তু ঘুরে-ফিরে আসতে হবে আবার
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার
আসুন-আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার