Bhije Gechi Jete Jete
Amit Kumar
5:59একে একে দুই, চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই দুই দুই চার, চোখের পাতার আহা কী বাহার! যাই মরে যাই একে একে দুই, চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই দুই দুই চার, চোখের পাতার আহা কী বাহার! যাই মরে যাই তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় তোমার রূপের রূপকথাটি অঙ্ক দিয়ে গেলাম লিখে আমার প্রাণের এই ধারাপাত ছড়িয়ে দিলাম দিকে দিকে তোমার রূপের রূপকথাটি অঙ্ক দিয়ে গেলাম লিখে আমার প্রাণের এই ধারাপাত ছড়িয়ে দিলাম দিকে দিকে তিন তিন ছয়, আরও পেলে তিন সব নয়-ছয় করে সারাদিন পাঁচ পাঁচ পাঁচ যে হয় ১৫ আঁচ করে, মন ভাবে সাত-সতেরো তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় এই পৃথিবী যাই যে ভুলে আমায় ভুলি তোমায় দেখে যত রকম মিষ্টি আছে মিষ্টি তুমি সবার থেকে এই পৃথিবী যাই যে ভুলে আমায় ভুলি তোমায় দেখে যত রকম মিষ্টি আছে মিষ্টি তুমি সবার থেকে সাত সাতপাক ঘোরার হদিস পাবো তা কখন, মন নিশপিশ দশ দশ ২০, ওই গালে তোমার দিতে চায় kiss এই মনটা আমার তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় একে একে দুই, চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই দুই দুই চার, চোখের পাতার আহা কী বাহার! যাই মরে যাই তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় তুমি plus আমি, আমি plus তুমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায়