Ake Ake Du

Ake Ake Du

Amit Kumar

Длительность: 5:40
Год: 1991
Скачать MP3

Текст песни

একে একে দুই, চোখ দুটো ওই
যেন মনে হয় সাগর অথই
দুই দুই চার, চোখের পাতার
আহা কী বাহার! যাই মরে যাই

একে একে দুই, চোখ দুটো ওই
যেন মনে হয় সাগর অথই
দুই দুই চার, চোখের পাতার
আহা কী বাহার! যাই মরে যাই

তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়
তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়

তোমার রূপের রূপকথাটি
অঙ্ক দিয়ে গেলাম লিখে
আমার প্রাণের এই ধারাপাত
ছড়িয়ে দিলাম দিকে দিকে

তোমার রূপের রূপকথাটি
অঙ্ক দিয়ে গেলাম লিখে
আমার প্রাণের এই ধারাপাত
ছড়িয়ে দিলাম দিকে দিকে

তিন তিন ছয়, আরও পেলে তিন
সব নয়-ছয় করে সারাদিন
পাঁচ পাঁচ পাঁচ যে হয় ১৫
আঁচ করে, মন ভাবে সাত-সতেরো

তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়
তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়

এই পৃথিবী যাই যে ভুলে
আমায় ভুলি তোমায় দেখে
যত রকম মিষ্টি আছে
মিষ্টি তুমি সবার থেকে

এই পৃথিবী যাই যে ভুলে
আমায় ভুলি তোমায় দেখে
যত রকম মিষ্টি আছে
মিষ্টি তুমি সবার থেকে

সাত সাতপাক ঘোরার হদিস
পাবো তা কখন, মন নিশপিশ
দশ দশ ২০, ওই গালে তোমার
দিতে চায় kiss এই মনটা আমার

তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়
তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়

একে একে দুই, চোখ দুটো ওই
যেন মনে হয় সাগর অথই
দুই দুই চার, চোখের পাতার
আহা কী বাহার! যাই মরে যাই

তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়
তুমি plus আমি, আমি plus তুমি
যোগ দিলে তাই প্রেম হয়ে যায়