Tomake Dekhini ("Bismillah")

Tomake Dekhini ("Bismillah")

Amrita Singh Majumder

Длительность: 4:32
Год: 2022
Скачать MP3

Текст песни

তোমাকে দেখিনি মেনেছি
তবুও প্রিয়
এসো ধরা দাও আজ তুমি

আদরে আদরে তোমাকে
সাজাতে দিও
কাছে থেকে যাও আজ তুমি

সহজ সুরে নদীর বওয়া
হাওয়ায় তোমার আগমনী
চোখে যতই নামে আঁধার
জ্বলুক মনের পরশমণি

তোমাকে দেখিনি মেনেছি
তবুও প্রিয়
এসো ধরা দাও আজ তুমি

যমুনা তীরে প্রিয় ভরা জোয়ারে
মধুরাতের আয়োজন
যমুনা তীরে প্রিয় ভরা জোয়ারে
মধুরাতের আয়োজন
চাঁদে লাগে চাঁদ আমাকে ভাসায়
শ্যামেরই মতন

তোমাকে দেখিনি মেনেছি
তবুও প্রিয়
এসো ধরা দাও আজ তুমি

আদরে আদরে তোমাকে
সাজাতে দিও
কাছে থেকে যাও আজ তুমি

সহজ সুরে নদীর বওয়া
হাওয়ায় তোমার আগমনী
চোখে যতই নামে আঁধার
জ্বলুক মনের পরশমণি