Mr. Saxobeat (Radio Edit)
Alexandra Stan
3:16তোমাকে দেখিনি মেনেছি তবুও প্রিয় এসো ধরা দাও আজ তুমি আদরে আদরে তোমাকে সাজাতে দিও কাছে থেকে যাও আজ তুমি সহজ সুরে নদীর বওয়া হাওয়ায় তোমার আগমনী চোখে যতই নামে আঁধার জ্বলুক মনের পরশমণি তোমাকে দেখিনি মেনেছি তবুও প্রিয় এসো ধরা দাও আজ তুমি যমুনা তীরে প্রিয় ভরা জোয়ারে মধুরাতের আয়োজন যমুনা তীরে প্রিয় ভরা জোয়ারে মধুরাতের আয়োজন চাঁদে লাগে চাঁদ আমাকে ভাসায় শ্যামেরই মতন তোমাকে দেখিনি মেনেছি তবুও প্রিয় এসো ধরা দাও আজ তুমি আদরে আদরে তোমাকে সাজাতে দিও কাছে থেকে যাও আজ তুমি সহজ সুরে নদীর বওয়া হাওয়ায় তোমার আগমনী চোখে যতই নামে আঁধার জ্বলুক মনের পরশমণি