Oi Chad Mukhe Jeno Lagena Grohon
Andrew Kishore
5:12মানুষের খুনের মামলাতে আদালতে বিচার হয় বিচারপতি দেয় যে খুনীর ফাঁসির রায় প্রেমের অভিনয় করে অন্তরটা যে খুন করে সেই মেয়ের কোন আদালতে বিচার হয়? মানুষের খুনের মামলাতে আদালতে বিচার হয় বিচারপতি দেয় যে খুনীর ফাঁসির রায় প্রেমের অভিনয় করে অন্তরটা যে খুন করে সেই মেয়ের কোন আদালতে বিচার হয়? মিষ্টি মুখের মিষ্টি কথায় কাইড়া নিয়া এ অন্তর বলেছিলে আমায় নিয়া বাঁধবে একটি সুখের ঘর মিষ্টি মুখের মিষ্টি কথায় কাইড়া নিয়া এ অন্তর বলেছিলে আমায় নিয়া বাঁধবে একটি সুখের ঘর আমার বুকে রাইখা মুখ বলতো সেথায় কি যে সুখ আমার বুকে রাইখা মুখ বলতো সেথায় কি যে সুখ দিবানিশি তোরে বন্ধু কাছে চাই মানুষের খুনের মামলাতে আদালতে বিচার হয় বিচারপতি দেয় যে খুনীর ফাঁসির রায় প্রেমের অভিনয় করে অন্তরটা যে খুন করে সেই মেয়ের কোন আদালতে বিচার হয়? ভিটা মাটি বিক্রি করে ব্যবসা করতে ঢাকায় যাই ঢাকায় বইসা আমি যে তার বিয়ের খবর শুনতে পাই ভিটা মাটি বিক্রি করে ব্যবসা করতে ঢাকায় যাই ঢাকায় বইসা আমি যে তার বিয়ের খবর শুনতে পাই ভাইঙ্গা দিয়া এ অন্তর সাজাইলো সে পরের ঘর ভাইঙ্গা দিয়া এ অন্তর সাজাইলো সে পরের ঘর সব হারাইলাম ভুইলা তাহার ছলনায় মানুষের খুনের মামলাতে আদালতে বিচার হয় বিচারপতি দেয় যে খুনীর ফাঁসির রায় প্রেমের অভিনয় করে অন্তরটা যে খুন করে সেই মেয়ের কোন আদালতে বিচার হয়? মানুষের খুনের মামলাতে আদালতে বিচার হয় বিচারপতি দেয় যে খুনীর ফাঁসির রায় প্রেমের অভিনয় করে অন্তরটা যে খুন করে সেই মেয়ের কোন আদালতে বিচার হয়?