Bhalobashar Bhitte (From "Belashuru")

Bhalobashar Bhitte (From "Belashuru")

Anindya Chatterjee, Pramshmita Paul, & Prabuddha Banerjee

Длительность: 4:32
Год: 2022
Скачать MP3

Текст песни

কই গেলা রে, বন্ধু, কই রইলা রে
আমারে ছাড়িয়া রে, বন্ধু, কই গেলা রে

এক সে ময়মনসিংহের গাঁয়, পোস্টঅফিস ফড়িংপুর
নীল খামের ভেলায় ভাসছে শঙ্খচিল
কোথা যেন আদি নিবাস তার, ভোরবেলার অন্ধকার
সেই ঘরের চৌকাঠ পেরোনো মুশকিল

একটে রে নদীর ছিল নাম, আর সোনাইদীঘি গ্রাম
আজ দু'চোখ বুজলে শৈশব স্বপ্নবান
কিছু রঙ হারানো ফুল পেলো দুঃখী এক ইশকুল
সে ধানের ক্ষেতের সোনালী আঘ্রাণ

ও নদী, তোমার পিঠে জিরোই একটুখানি
ভাগ করে খাবো বাখরখানি
পান্তা ভাতে দেবো মিষ্টি তেঁতুল-ছড়া
শুধু লুকিয়ে রেখো তুমি আমার চোখের পানি

সে আমার ভালোবাসার ভিটে
সে তোমার ভালোবাসার ভিটে
সে আমার ভালোবাসার ভিটে
ভালোবাসার ভিটে
কোন পুণ্যতোয়া নদে এলো বান
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে

সে আমার ভালোবাসার ভিটে
সে তোমার ভালোবাসার ভিটে
সে আমার ভালোবাসার ভিটে
ভালোবাসার ভিটে
কোন পুণ্যতোয়া নদে এলো বান
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে

কোন সে দোয়েল পাখির শিস, কানামাছি আর পুলিশ
আর মায়ের হাতের বানানো তাল ক্ষীর
ছিল বটের ঝুড়ির দোল, স্টিমার ঘাটের হট্টগোল
রাসের মেলায় একলা মুসাফির

ভোর ভোর বৈতালিকের গান, শেষ বিকেলের আজান
মাটির তাওয়ায় ফুটছে দুধের সর
সেই গ্রামে নদীর চর হঠাৎ বৃষ্টি থামার পর
দেখি জলের ছায়ায় ছেলেবেলার ভয়

ও নদী, তোমার পিঠে জিরোই একটুখানি
ভাগ করে খাবো বাখরখানি
পান্তা ভাতে দেবো মিষ্টি তেঁতুল-ছড়া
শুধু লুকিয়ে রেখো তুমি আমার চোখের পানি

সে আমার ভালোবাসার ভিটে
সে তোমার ভালোবাসার ভিটে
সে আমার ভালোবাসার ভিটে
ভালোবাসার ভিটে
কোন পূণ্যতোয়া নদে এলো বান
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে

সে আমার ভালোবাসার ভিটে
ভালোবাসার ভিটে
কোন পূণ্যতোয়া নদে এলো বান
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে
সেই জলরঙে কিছু মন কেমনের ছিটে