Keno Bonchito Hobo Chorone

Keno Bonchito Hobo Chorone

Anup Ghoshal

Альбом: Prarthana
Длительность: 4:50
Год: 2025
Скачать MP3

Текст песни

কেন বঞ্চিত হব চরণে?
কেন বঞ্চিত হব চরণে?
আমি কত আশা করে বসে আছি
পাব জীবনে, না হয় মরণে
কেন বঞ্চিত হব চরণে?
কেন বঞ্চিত হব চরণে?

আহা তাই যদি নাহি হবে গো
পাতকি তারণ তরীতে তাপিত
আতুরে তুলে না লবে গো
আহা তাই যদি নাহি হবে গো
পাতকি তারণ তরীতে তাপিত
আতুরে তুলে না লবে গো

হয়ে পথের ধুলায় অন্ধ
ঘাটে দেখিব কি খেয়া বন্ধ?
পথের ধুলায় অন্ধ
ঘাটে দেখিব কি খেয়া বন্ধ?
তবে পারে বসে পার কর বলে পাপী
পারে বসে পার কর বলে পাপী
কেন ডাক দীন শরণে?

কেন বঞ্চিত হব চরণে?
কেন বঞ্চিত হব চরণে?

আমি শুনেছি, হে তৃষা হারি
তুমি এনে দাও তারে প্রেম অমৃত
তৃষিত যে চাহে বারি
আমি শুনেছি, হে তৃষা হারি
তুমি এনে দাও তারে প্রেম অমৃত
তৃষিত যে চাহে বারি

তুমি আপনা হইতে হও আপনার
যার কেহ নাই তুমি আছ তার
আপনা হইতে হও আপনার
যার কেহ নাই তুমি আছ তার
একি সব মিছে কথা ভাবিতে যে ব্যথা
সব মিছে কথা ভাবিতে যে ব্যথা
বড়ো বাজে প্রভু মরমে

কেন বঞ্চিত হব চরণে?
কেন বঞ্চিত হব চরণে?
আমি কত আশা করে বসে আছি
পাব জীবনে, না হয় মরণে
কেন বঞ্চিত হব চরণে?
কেন বঞ্চিত হব চরণে?