Main Yahaan Hoon
Udit Narayan
4:55ও... ও প্রিয়, ও প্রিয় ও... ও প্রিয়া, ও প্রিয়া ও প্রিয়া এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো সোহাগে ভরে দেবো তোমাকে আমি ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো রূপ রস গন্ধে ভরাবো হৃদয় ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা, এত কাছে আসা এত ভালোবাসা, এত কাছে আসা হো... এক জনমে তো হয়না কখন হাজার জনমের প্রেম সাধনা এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে না না বাবা পরে তবে কেন দূরে না না বাবা পরে ও দুস্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বোঝো না সোহাগে ভরে দেবো তোমাকে আমি ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো সোহাগে ভরে দেবো তোমাকে আমি ও সাথী এসো গো, ও সাথী এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো ও... ও প্রিয়, ও প্রিয় ও... ও প্রিয়া, ও প্রিয়া ও প্রিয়া।