Neshar Bojha

Neshar Bojha

Apurbo Karmokar

Альбом: Neshar Bojha
Длительность: 3:44
Год: 2010
Скачать MP3

Текст песни

স্বপ্ন দেখার খোলা চোখে
হয় না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা

আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয় যেন আমার
দেখা হলো না আলো, শুধায় অন্ধকার

কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার, তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যত বাস্তবতা মিথ্যে তত
তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বরষায় ভিজি
ভাঙলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি

ফেরা হলো না ঘরে, নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে পেছনে তাকিয়ে ফিরি আবার
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজও জানি না কিসেরই পিছু
সাথী রয় এ কষ্ট আমার
সে নেয় না তো বিদায়, দেয় না তো বিদায়

আমি মিথ্যে বলেছি
কত মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মতো
বদলে যাবে এ জীবন শেষে

তাই আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা, লুকিয়ে মরি
জানবে না এ নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা