Aashona

Aashona

Arijit Singh

Длительность: 4:04
Год: 2014
Скачать MP3

Текст песни

বলছি তোমার দিব্যি গেলে
আমি বড়ো শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে

বলছি তোমার দিব্যি গেলে
আমি বড়ো শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে

পড়ে গেছি इश्क़-এ তে
আছি বড় risk-এ তে
खाली-पीली miss করে যাই
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে, মনটা নরম করে
SMS-এ হলেও যদি বলতো আমায় সে

আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ও, ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু'-একবার

বলো ঝাঁপ দেবে কি?
গভীর জলে
এক্ষুনি দাও
"জয় মা" বলে
না, না, বাবু, দরকার নেই, থাক

এ যে চেষ্টা তোমার
বড্ড বেশি
ভীষণ কাঁচা
মনটা দেশি
গরুর মুখেই শুনছি ঘোড়ার ডাক

জমে গেছি इश्क़-এ তে
ভালো এই বিষ খেতে
রোজরোজ miss করে যাই
একটু যদি মিশতো সে
ভুল করে তাকালে, চেনা চোখ বাঁকালে
দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে খুব

আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ও, ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু'-একবার

জানি মনটা তোমার
মানছে না গো
মেজাজ কী'রম
Muscle দেখো
মুখেই খালি ছোটাও কথার rail

কত মাইনে তোমার?
সবটা দেবো
হাত খরচা?
অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে brake fail

পড়ে গেছি इश्क़-এ তে
আছি বড় risk-এ তে
खाली-पीली miss করে যাই
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে, মনটা নরম করে
SMS-এ হলেও যদি বলতো আমায় সে

আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ও, ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু'-একবার
আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু'-একবার