Eka Beche Thakte Shekho Priyo

Eka Beche Thakte Shekho Priyo

Aseer Arman

Альбом: Kherokhata
Длительность: 6:34
Год: 2020
Скачать MP3

Текст песни

একা বেঁচে থাকতে শেখো, প্রিয়
তোমার নামেই শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি?

আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব, না করেছি ক'বার?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো, প্রিয়
তোমার নামেই শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি?

আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব, না করেছি ক'বার?

তোমার মনের গতি
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি ক্যামনে যাবো বাড়ি

তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি ক্যামনে যাবো বাড়ি
টিকেট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইস্টিশনে বেজায় অন্ধকার
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো, প্রিয়
তোমার নামেই শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি?

আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব, না করেছি ক'বার?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো, প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে