Tumi Kotha Rakhoni

Tumi Kotha Rakhoni

Asfi

Альбом: Tumi Kotha Rakhoni
Длительность: 5:01
Год: 2016
Скачать MP3

Текст песни

যখনি ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষন্নতা
যখনি ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষন্নতা
একা থাকার ব্যাথা আগে বুঝিনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
যখনি ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষন্নতা
একা থাকার ব্যাথা আগে বুঝিনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
চোখের আড়াল হয়েছো তুমি
কখনো ফিরে আসনি
ও চোখের আড়াল হয়েছো তুমি
কখনো ফিরে আসনি
এভাবে হারালে কেন বলে যাওনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
যখনি ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষন্নতা
একা থাকার ব্যাথা আগে বুঝিনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
নিশীথের নিশাচর (FB)
সুখের প্রহর ফুরিয়ে গেছে
দুঃখকে ঘিরে রাখি
ও সুখের প্রহর ফুরিয়ে গেছে
দুঃখকে ঘিরে রাখি
তুমি ছাড়া কি করে থাকি একাকি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
যখনি ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষন্নতা
একা থাকার ব্যাথা আগে বুঝিনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
যখনি ভাবি আমি তোমার কথা
তোলপাড় করে বুকে বিষন্নতা
একা থাকার ব্যাথা আগে বুঝিনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখোনি।