Notice: file_put_contents(): Write of 629 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Aurthohin - Bhabchi Boshe | Скачать MP3 бесплатно
Bhabchi Boshe

Bhabchi Boshe

Aurthohin

Альбом: Dhrubok
Длительность: 3:44
Год: 2003
Скачать MP3

Текст песни

ভাবতে কেমন অবাক লাগে
নেই আমি আর আগের মতন
জোছনাটা উঠলে পরে
গান গাবো না যখন তখন
বুকের মাঝে ঝাপটে ধরে
থাকা আমার সুরগুলো
বের না হয়ে ক্লান্ত হবে
বলবে তুমি কোথায় গেলে

ভাবতে কেমন অবাক লাগে
নেই আমি আর আগের মতন
দেখবে না আর তুমি আমায়
গানের আসর জমবে যখন
সুরের খাতায় লিখবো না আর
আমার মনের দুঃখ সুখ
আমার সব গানগুলো
গাইবে হয়তো অন্যমুখ

গাইবো শুধু গান আমি
মনের ভিতর অন্তরালে
বুকের মাঝের সুর গুলোয় যদি
একটু ক্লান্তি কমে
গাইবো শুধু গান আমি
যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনছো
আমার এই গান স্বপনে

ভাবতে কেমন অবাক লাগে
নেই আমি আর আগের মতন
গানের খাতায় জমবে ধুলো
সব কিছু যে অন্যরকম
নতুন কথা নতুন গান
অবহেলায় ওলটপালট
মধ্যরাতের কফির কাপে
ছুটবে না আর শব্দজট

ভাবতে কেমন অবাক লাগে
নেই আমি আর আগের মতন
Acoustic এর ছয়টি তারে
বসবে না আর আমার এই মন
হবে আমার প্রতিদিনই
নতুন নতুন মনের অসুখ
নিজেকে আর চিনবো না যে
দেখবো যখন আয়নায় মুখ

গাইবো শুধু গান আমি
মনের ভিতর অন্তরালে
বুকের মাঝের সুর গুলোয় যদি
একটু ক্লান্তি কমে
গাইবো শুধু গান আমি
যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনছো
আমার এই গান স্বপনে

তবুও আমি স্বপ্ন দেখি
যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে
আবার আমি নতুন গানে
ভাবছি বসে

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
ভাবছি বসে

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে

(ভাবছি বসে) তবুও আমি স্বপ্ন দেখি
যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে
আবার আমি নতুন গানে

(ভাবছি বসে) তবুও আমি স্বপ্ন দেখি
যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে
আবার আমি নতুন গানে

(ভাবছি বসে) তবুও আমি স্বপ্ন দেখি
যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে
আবার আমি নতুন গানে

(ভাবছি বসে) তবুও আমি স্বপ্ন দেখি
যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে
আবার আমি নতুন গানে