Aushomapto
Aurthohin
5:00ঘুম ঘুম কেনো দু'চোখে? দেখি রাত কত ভরে মনে ঘুম ঘুম কেনো দু'চোখে? দেখি রাত কত ভরে মনে বলোনা তোমার মনের সব কথা যা ভেবেছ আমায় নিয়ে বলোনা তোমার মনের সব আশা যা দেখেছ আমায় ঘিরে হৃদয় আমার আজ তোমারি শুধু তবু দূরে থাকো কেনো এই রাতে? স্বপ্ন আমার ঘিরে তোমাকে শুধু তবু ভেঙে কেনো যায় এই রাতে? ঘুম ঘুম কেনো দু'চোখে? দেখি রাত কত ভরে মনে বলোনা তোমার মনের সেই কষ্টটা যা রেখেছ আড়াল করে বলোনা তোমার দু চোখের অশ্রুটা কী ফেলেছ আমায় ভেবে? হৃদয় আমার, আজ তোমারি শুধু যেন মিশে থাকো আমার এই বুকে যন্ত্রনা দাও শুধু আমাকেই কেনো? জাগিয়ে রাখো সারা রাত ঘুম ঘুম কেনো দু'চোখে? দেখি রাত কত ভোর এ মনে ঘুম ঘুম কেনো দু'চোখে বল? দেখি রাত কত ভোর এ মনে ঘুম ঘুম কেনো দু'চোখে? ঘুম ঘুম কেনো দু'চোখে? ঘুম ঘুম কেনো দু চোখে? ঘুম ঘুম কেনো দু চোখে?