Shurjo 2
Aurthohin
অনন্ত কাল মৃত্যু কেটেছে অন্ধ কূপে পুনর্জন্ম আমার আঁধারের ছায়াতে রক্তের উপাসনা ত্রিভুজ ছয়ের প্রভুকে শক্তি দাও আমায় অশুভ গ্রহের সব দুঃস্বপ্ন হোক সত্য, অশরী অনন্ত আলোর সমাধিতে হায়েনার এই উল্লাস শোনো অতৃপ্ত আত্মাদের প্রতিধ্বনি ডাকে আমায় সোঁদা দেয়ালের নিঃশ্বাস ঘিরে রাখে আমাকে সব ছায়াতে মিশে আছে আঁধার জেগে উঠবে তুমি অমানুষের অস্পৃশ্য তাড়নার এই সভ্যতায় মুক্তির নেশায় এই ছায়ার জগতের স্বাগত মৃত্যুর শহরে সঁপে দাও নষ্ট সত্তা আমি পরবাস্তবতা পূজারী হোক ঢেকে যাক পৃথিবী নিখিল কুয়াশায় চারিদিকে আর্তনাদ শ্মশানের নীরবতায় পূর্ণ হোক তোমাতেই সব বিদ্বেষ-হিংস্রতা আড়ালেই এসে যাবে আঁধারের দেবতা স্বাগত মৃত্যুর শহরে সঁপে দাও নষ্ট সত্তা আমি পরবাস্তবতা পূজারী হোক স্বাগত মৃত্যুর শহরে সঁপে দাও নষ্ট সত্তা আমি পরবাস্তবতার পূজারী...