Mayer Payer Joba

Mayer Payer Joba

Avik Mukherjee

Альбом: Shyama Bandana
Длительность: 3:17
Год: 2017
Скачать MP3

Текст песни

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আবরন
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আবরন
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
জানি জুঁই মালতী হায়
কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়
জানি জুঁই মালতী হায়
কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়
ওরে তোর মতো যে নেইকো তাদের মায়েপোয়ে আলাপন
তোর মত যে
ও মন ওরে তোর মতো যে নেইকো তাদের মায়েপোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
ওরে যেনো ভুলিসনা
তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘোচায় কালিমা
ওরে যেনো ভুলিসনা
তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘোচায় কালিমা
ও মন তাই বলি আয় ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
তাই বলি আয়
ও মন তাই বলি আয় ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আবরন
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আবরন
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন