Meye
Ayub Bachchu
5:45অবহেলা করে তুমি সব হারালে, মৌমিতা, মৌমিতা গল্পের শেষ তুমি শুনে গেলে না, মৌমিতা যেই গল্পের শুরু ছিলো তোমাকে নিয়ে সেই গল্পের শেষ হলো আমাকে দিয়ে জেনে রেখো, মৌমিতা আমি ছাড়া পৃথিবীতে কোথাও কোনোখানে তোমার সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই আমার সারাদিনে আমার অন্তরে ছিলো যত কল্পনা সে তো তোমাকে নিয়ে পাখির মত করে শিষ দিয়ে তোমাকে কত যে ডেকেছি তুমি বোঝোনি যেই গল্পের শুরু ছিলো তোমাকে নিয়ে সেই গল্পের শেষ হলো আমাকে দিয়ে জেনে রেখো, মৌমিতা আমি ছাড়া পৃথিবীতে কোথাও কোনোখানে তোমার সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই, নাই, নাই, নাই সুখ নাই, সুখ নাই, মৌমিতা তোমাকে বারেবারে বারেবারে মনে পড়ে মনে পড়ে তোমাকে যত স্মৃতি ছিলো আমার জেনে রেখো তুমি স্বপ্নে কোনোদিন এসে যেতে পারি আমি বাকি গল্পটা শোনাতে যেই গল্পের শুরু ছিলো তোমাকে নিয়ে সেই গল্পের শেষ হলো আমাকে দিয়ে জেনে রেখো, মৌমিতা আমি ছাড়া পৃথিবীতে কোথাও কোনোখানে তোমার সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই, নাই, নাই, নাই সুখ নাই, সুখ নাই অবহেলা করে তুমি সব হারালে, মৌমিতা, মৌমিতা গল্পের শেষ তুমি শুনে গেলে না, মৌমিতা যেই গল্পের শুরু ছিলো তোমাকে নিয়ে সেই গল্পের শেষ হলো আমাকে দিয়ে জেনে রেখো, মৌমিতা আমি ছাড়া পৃথিবীতে কোথাও কোনোখানে তোমার সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই, নাই, নাই, নাই সুখ নাই, সুখ নাই সুখ নাই, সুখ নাই, মৌমিতা