Notice: file_put_contents(): Write of 674 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Ayub Bachchu - O Doniyar Manush O Bhai | Скачать MP3 бесплатно
O Doniyar Manush O Bhai

O Doniyar Manush O Bhai

Ayub Bachchu

Длительность: 5:23
Год: 2022
Скачать MP3

Текст песни

ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহর নাম লও সময় নাই
আসিলে ডাক যাইতে হবে ভাই
পুণ্যের ভাগ বেশী হওয়া চাই

আছো তুমি দুনিয়াদারী নিয়ে
দম গেলে আসিবে বিপদ
বৌ-ছেলে-ভাই-বোন হিসেব করতে বসবে
রাইখা গেলা কী সম্পদ

আন্ধার ঐ কবরে যাইতে হবে রে
দুই দিন আগে আর পরে
ফেরেশতার আসর বইবো, ইহকালের খাতা খুলবো
কি পুণ্য আনছো সাথে কি আনো নাই

ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহর নাম লও সময় নাই
আসিলে ডাক যাইতে হবে ভাই
পুণ্যের ভাগ বেশী হওয়া চাই

কারে তুমি কষ্ট দিছো, কারে দিছো গাল
কার ধন কইরা চুরি হইছো লালে লাল
কারে তুমি কষ্ট দিছো, কারে দিছো গাল
কার ধন কইরা চুরি হইছো লালে লাল

চোখ বুইজা করছো সবই, তার কাছে তোলা ছবি
বিচারে কোন ক্ষমা নাই
ভাবের মন উদয় হইবো, তখনই সব ই মনে পরব
ঈমানের কথা শোন নাই

ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহর নাম লও সময় নাই
আসিলে ডাক যাইতে হবে ভাই
পুণ্যের ভাগ বেশী হওয়া চাই

মায় তোমার কাইন্দা কইবো বাজান আমার নাই
মাটির পৃথিবী তুমি ছাইড়া গেছো ভাই
মায় তোমার কাইন্দা কইবো বাজান আমার নাই
মাটির পৃথিবী তুমি ছাইড়া গেছো ভাই

বাপ ভাইয়ে কান্ধে নিবো
ঠিকানার দিকে লইয়া যাইবো
সাদা কাফন বড়ই আপন অন্তিম সময়

ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহর নাম লও সময় নাই
আসিলে ডাক যাইতে হবে ভাই
পুণ্যের ভাগ বেশী হওয়া চাই
ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহর নাম লও সময় নাই

আছো তুমি দুনিয়াদারী নিয়ে
দম গেলে আসিবে বিপদ
বৌ-ছেলে-ভাই-বোন হিসেব করতে বসবে
রাইখা গেলা কী সম্পদ

আন্ধার ঐ কবরে যাইতে হবে রে
দুই দিন আগে আর পরে
ফেরেশতার আসর বইবো, ইহকালের খাতা খুলবো
কি পুণ্য আনছো সাথে কি আনো নাই

ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহর নাম লও সময় নাই
আসিলে ডাক যাইতে হবে ভাই
পুণ্যের ভাগ বেশী হওয়া চাই