Priotoma
Azwaad
3:01হৃদয়ের আঙ্গিনায় রোদের মেলায় মেঘের চাদরে মন পড়ে রয় যন্ত্রের তারে বাঁধে না তো সুর আকাশে উড়ে উড়ে যাব বহুদূর অনন্ত বয়ে যায় কুসুম আকাশে মেঘের কিনারায় অনন্ত বয়ে যায় ঢেউহীন শহরের বুকে হারায় সময় থমকে রয় পৃথিবী ঘুরে যায় রাত্রির স্পর্শে মুগ্ধ আমি অনুরাগী এ মন পাখি কেন গায় পাহাড়ের চূড়ায় মন কেন ভেঙ্গে যায় তোমায় না পাওয়ায় অনন্ত বয়ে যায় কুসুম আকাশে মেঘের কিনারায় অনন্ত বয়ে যায় ঢেউহীন শহরের বুকে হারায় হারায় হারায় হারায়