Shudhu Tumi Ele Na
Cactus
4:07কত সময় হেরে যায় আকাশী নীল গান শোনায় সেই আকাশ যদি হারায় ক্ষতি কী? কত শিকড় ছিঁড়ে যায় কৃষ্টির আশায় আশায় কিশোরীর স্বপ্ন হারাক ক্ষতি কী? ওই ধূসর মাঠে সবুজ একা কৃষ্টির দৌড়ছুটে পিছুহটা রক্তের কালো স্রোতে হৃদয় একা ক্ষতি কী? কত ঘাসফুল ঝরে যায় মেঠো পথে মেঠো পথে ছোটা উদাসী হাওয়ায় কাঁটাপথে ঢেকে যাক পৃথিবী ক্ষতি কী? দমবন্ধ করা দ্বন্দে রাখালিয়া সুরে ঘুণপোকা গায় জীবাশ্মের ঘুম ভেঙে যায় ক্ষতি কী? ওই ধূসর মাঠে সবুজ একা কৃষ্টির দৌড়ছুটে পিছুহটা রক্তের কালো স্রোতে হৃদয় একা ক্ষতি কী? কৃষ্টির দৌড়ছুটে পিছুহটা রক্তের কালো স্রোতে হৃদয় একা কৃষ্টির দৌড়ছুটে পিছুহটা রক্তের কালো স্রোতে হৃদয় একা