Kanamachi
Ayon Chaklader
পাগল পাগল লাগে আমার পাগল পাগল লাগে সাত আসমান মশগুল যার প্রেমের অনুরাগে এই অধমে সেই না দয়াল কত ভালোবাসে দরদ রহম দুহাত ভরে আমায় দিয়ে রাখে সে আমারে নিয়ে যে যায় কোথায় কোনখানে এ ভ্রমনে কে আমি অচিন সন্ধানে মরমে রাখিও দরদে রাখিও ও দরদী তোমার প্রেমে ঠাঁই যদি গো পাই মাথা গুঁজে মরতে পারি নাদান আমি সাঁই ও দরদী তোমার প্রেমে ঠাঁই যদি গো পাই মাথা গুঁজে মরতে পারি নাদান আমি সাঁই আমি কি যে নিরুপায় আমি কোন বা দেশে যাই আমি আমার আমি নাই তোমার মগনে তরায় এই যে আমার জীবন আলোয় ভরা ভুবন এই যে বেঁচে থাকা তোমারই রহম দয়া শুধু চাই তোমার প্রেম শুধু চাই তোমায় শুধু চাই তুমি ছাড়া কেহ নাই তোমারই অসীমে আমি যে হারাই আমি কি যে নিরুপায় আমি কোন বা দেশে যাই আমি আমার আমি নাই তোমার মগনে তরায় বেদনা আসিলে বানেতে ভাসিলে সেই তো আমার তরী অসীমে বিরল ডুবিলে ধ্যানে শুধু তারে পাওয়া যায় চিনিলে তাহারে চিনি আপনায় তাহারই নামেতে সপেছি হৃদয় আমি কি যে নিরুপায় আমি কোন বা দেশে যাই আমি আমার আমি নাই তোমার মগনে তরায়