Mrityunjay Mantra
Chorus
5:22পাদপ্রান্তে রাখ সেবকে শান্তিসদন সাধনধন দেবদেব হে পাদপ্রান্তে রাখ সেবকে শান্তিসদন সাধনধন দেবদেব হে সর্বলোকপরমশরণ সকলমোহকলুষহরণ সর্বলোকপরমশরণ সকলমোহকলুষহরণ দুঃখতাপবিঘ্ন তরণ শোকশান্তস্নিগ্ধচরণ সতরূপ প্রেমরূপ হে দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে সতরূপ প্রেমরূপ হে দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু তুমি অপার প্রেমসিন্ধু হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু তুমি অপার প্রেমসিন্ধু যাচে তৃষিত অমিয়বিন্দু করুণালয় ভক্তবন্ধু প্রেমনেত্রে চাহ সেবকে বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে প্রেমনেত্রে চাহ সেবকে বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে পুণ্যজ্যোতিপূর্ণ গগন মধুর হেরি সকল ভুবন পুণ্যজ্যোতিপূর্ণ গগন মধুর হেরি সকল ভুবন সুধাগন্ধ মুদিত পবন ধ্বনিতগীত হৃদয়ভবন এস এস শূন্য জীবনে মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে এস এস শূন্য জীবনে মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে দেহ জ্ঞান প্রেম দেহ শুষ্ক চিত্তে বরিষ স্নেহ দেহ জ্ঞান প্রেম দেহ শুষ্ক চিত্তে বরিষ স্নেহ ধন্য হোক হৃদয় দেহ পুণ্য হোক সকল গেহ পাদপ্রান্তে রাখ সেবকে শান্তিসদন সাধনধন দেবদেব হে পাদপ্রান্তে রাখ সেবকে শান্তিসদন সাধনধন দেবদেব হে