কেন আমি একা?
Crimora
3:16ভোরের আলো নামে না চোখে, একা বিছানায় কাঁদে মন, মায়ের হাতের ভাতের গন্ধ, স্বপ্ন হয়ে রইলো এখন। চিঠি আসে না অনেকদিন, ফোনে শুনি শুধু অভাব, হাসিমুখে বলি ভালো আছি, আসলে ভিতরে কত চাপ। প্রবাস জীবন সুখের নয়, টাকার জ্বলায় পুড়ে হৃদয়। হাসির ছবি পাঠাই বাসায়, ভেতরে আমার নীরব ক্ষয়। ইট-পাথরের এ শহরে, কে কাঁদে, কে বা হাসে, নিজের ভাষা নেই পাশে, ভুলে যাই মাঝে মাঝে। সন্ধ্যা নামে, চুপচাপ আমি, মনে পড়ে গ্রামের ধানখেত, একটা উৎসব, একটা ঈদে- ফিরতে চায় বুকের হাহাকার। বাচ্চা আমার চিনে না মুখ, ছবিতে চেনে শুধু নাম, প্রতিদিন মরি একটু একটু, চাই শুধু আপন একটুখানি দাম। প্রবাস জীবন সুখের নয়, টাকার জ্বলায় পুড়ে হৃদয়। হাসিমুখে চলি দিনের পরে, রাত্রি বলে-"তুই একা রে ভাই।" যদি পারতাম উড়ে যেতাম, মায়ের কোলে ফিরতাম তবু, প্রবাস মানে জীবন চলা, তবু কষ্টেরই রঙ বেশি রভু।