Mohora
Cryptic Fate
4:30আঁধারে দেখবে না তুমি বাতাসে শুনবে না ধ্বনি অশনি সংকেতের মত তোমাকে করবো বিব্রত আকস্মিক দেখবে তুমি বজ্রপাত ঘুমেরি মাঝে দুঃস্বপ্নেরি আঘাত ইসরাফিলের ওই শিঙার শব্দ ভেসে আসে এই প্রলয় সঙ্গীত গর্জে ওঠে শুধু তোমারি ধ্বংসেরই জন্য আক্রমণ আক্রমণ আক্রমণ আক্রমণ এক মনে এক প্রাণে এক নিষ্ঠায় তোমাকে আক্রমণ শহরে, বন্দরে, বাজারে, সদরে আক্রমণ অলিতে, গলিতে, গ্রামের মেঠো পথে আক্রমণ পাহাড়ে, নদীতে, জঙ্গলের ডোবাতে আক্রমণ আজ আমি বাংলার হাতিয়ার তোমাকে করছি হুঁশিয়ার আর তুমি লুকোবে কোথায় তোমার যে হবে না রেহাই আকস্মিক দেখবে তুমি বজ্রপাত ঘুমেরি মাঝে দুঃস্বপ্নেরি আঘাত ইসরাফিলের ওই শিঙার শব্দ ভেসে আসে এই প্রলয় সঙ্গীত গর্জে ওঠে শুধু তোমারি ধ্বংসেরই জন্য আক্রমণ আক্রমণ আক্রমণ আক্রমণ এক মনে এক প্রাণে এক নিষ্ঠায় তোমাকে আক্রমণ শহরে, বন্দরে, বাজারে, সদরে আক্রমণ অলিতে, গলিতে, গ্রামের মেঠো পথে আক্রমণ পাহাড়ে, নদীতে, জঙ্গলের ডোবাতে আক্রমণ এই আজব দুনিয়ায়, বেঁচে থাকাই লড়াই রক্তের বদলা রক্ত, এর মাঝেই শান্তি খুঁজে পাই মেরে তবে মরবো ভাই আকস্মিক দেখবে তুমি বজ্রপাত ঘুমেরি মাঝে দুঃস্বপ্নেরি আঘাত ইসরাফিলের ওই শিঙার শব্দ ভেসে আসে এই প্রলয় সঙ্গীত গর্জে ওঠে শুধু তোমারি ধ্বংসেরই জন্য আক্রমণ আক্রমণ আক্রমণ আক্রমণ এক মনে এক প্রাণে এক নিষ্ঠায় তোমাকে আক্রমণ শহরে, বন্দরে, বাজারে, সদরে আক্রমণ অলিতে, গলিতে, গ্রামের মেঠো পথে আক্রমণ পাহাড়ে, নদীতে, জঙ্গলের ডোবাতে আক্রমণ