Aushomapto
Aurthohin
5:00এক নতুন ভোরের আলো আজ খুশির জোয়ার ঢালো সুদীর্ঘ অপেক্ষা হলো অবসান বিজয় মিছিলে চলো নয় মাসের আঁধার ভুলো জেগে ওঠো নাগরিক আজ তুমি বাঙ্গালী আমি শুনেছি বিজয়েরি গান আমি পেয়েছি নতুন আহবান মুক্ত আমি বাঙ্গালী হয়ে বাংলাই আমার প্রাণ আজ মুক্তির সমাবেশ কালো রাতের শেষ পারে নি ওরা পারে নি আমাদের ঠেকাতে শত বীরের রক্তে লেখা শত মায়ের অশ্রু গাঁথা আমাদের স্বাধীনতা ভুলোনা কখনো আমি শুনেছি বিজয়েরি গান আমি পেয়েছি নতুন আহবান মুক্ত আমি বাঙ্গালী হয়ে বাংলাই আমার প্রাণ আমি শুনেছি বিজয়েরি গান আমি পেয়েছি নতুন আহবান মুক্ত আমি বাঙ্গালী হয়ে বাংলাই আমার প্রাণ শত বীরের রক্তে লেখা শত মায়ের অশ্রু গাঁথা আমাদের স্বাধীনতা ভুলোনা কখনো আমি শুনেছি বিজয়েরি গান আমি পেয়েছি নতুন আহবান মুক্ত আমি বাঙ্গালী হয়ে বাংলাই আমার প্রাণ আমি শুনেছি বিজয়েরি গান আমি পেয়েছি নতুন আহবান মুক্ত আমি বাঙ্গালী হয়ে বাংলাই আমার প্রাণ