Maharaj Eki Saje Ele
Debabrata Biswas
5:53মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাবো দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে আমি বলে মিলাই আমি আর কিছু না চাই মেঘ বলেছে যাবো যাবো ভুবন বলে তোমার তরে আছে বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন তরী বাই মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাবো