Sedin Dujane Dulechhinu Bone 2007
Debabrata Biswas
6:11নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না হারাও না হারাও না যে নয়ন ছেড়ে গেলে চলে ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি ফুরায় না তো ফুরায় না ফুরায় না তো তোমায় পাওয়া এসো স্বপনসাজে নয়ন ছেড়ে গেলে চলে তোমার সুধারসের ধারা গহন পথে এসে ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে গহন পথে এসে তোমার সুধারসের ধারা গহন পথে এসে ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে গহন পথে এসে শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব বীণা থেকে বিদায় নিল তোমার বীণা থেকে চিত্তে আমার বাজে নয়ন ছেড়ে গেলে চলে