Bajlo Tomar Aalor Benu With Narration
Supriti Ghosh
বাজলো তোমার আলোর বেণু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেণু আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন বাজলো, বাজলো বাজলো তোমার আলোর বেণু অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ—বীণায় সে সুর বাজে সেই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেণু আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লীলায় আজ শরতে আকাশ—বীণায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারই আলোয় নিরুপম ভোরের পাখি ওঠে গাহি তোমারই বন্দন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেণু বাজলো তোমার আলোর বেণু