Bhoboghure 2022
Cryptic Fate
(নিঝুম রাতে রঙীন) আঁধারের ঘরে (ভাঙ্গা স্বপ্নে) দুঃখ বাস করে সেই দেহ খাওয়া আঁধার নিকৃষ্ট আজ ছিল কত রং নেই আজ ঘৃণার সাজ অমানুষ রূপে এ মন নষ্ট এই জীবন পরাজিত আজ ভাঙ্গা স্বপ্নের একজন স্রষ্ঠার সৃষ্টির এক স্বপ্ন কালো রক্তে আজ বিবর্ণ সেই বিষ ভরা দেহে ছিল কত সাজ নিকৃষ্ট শাসক খুঁজে পাই না তাহা পায়ে রক্তে মাখা এক অদৃশ্য আয়না সেখানে বাস করে তার দুঃখিনী প্রেত আত্মা (হা হা হা) দুঃখিনী প্রেত আত্মা (Come here! You fucking whore! Now! Let me touch you! Let me feel you! Do you like that? No? Fuck you!) তোর আলো এক স্বপ্ন ভাঙায় তোর হাসি এক মন কাঁদায় তুইও সাজবি এক রক্তে ভেজা সাজ বিভীষিকা পাবে তোকে হয় কাল না হয় আজ স্রষ্ঠার সৃষ্টির এক স্বপ্ন কালো রক্তে আজ বিবর্ণ সেই বিষ ভরা দেহে ছিল কত সাজ নিকৃষ্ট শাসক খুঁজে পাই না তাহা পায়ে রক্তে মাখা এক অদৃশ্য আয়না সেখানে বাস করে তার দুঃখিনী প্রেত আত্মা (হা হা হা) দুঃখিনী প্রেত আত্মা তোর আলো এক স্বপ্ন ভাঙায় তোর হাসি এক মন কাঁদায় তুইও সাজবি এক রক্তে ভেজা সাজ বিভীষিকা পাবে তোকে হয় কাল নাহয় আজ তোর আলো এক স্বপ্ন ভাঙায় তোর হাসি এক মন কাঁদায় তুইও সাজবি এক রক্তে ভেজা সাজ বিভীষিকা পাবে তোকে হয় কাল নাহয় আজ