Moho
Aftermath
তারে আমি ছুয়ে দেখিনি তবু কেন এত অনুভব তারে আমি কিছু দেইনিনি তবু কেন সে আমার সব তারে আমি খুজে পাইনি তবু কেন হারিয়ে ফেলার ভয় তারে আমি বাস্তবে তে খুজি সে কেন কল্পনাতে রয় কি যে নীল ব্যাথা ওরে বয়ে চলি আজও তুমি লাল রঙে তে সেজে বলো কার ঘরে তে বাজো কার আমার দেখা হয় স্বপনে স্বপনে কি যে ভুলে গেছি আমার পরে না রে মনে কার আমার কথা হয় স্বপনে স্বপনে কি যে ভুলে গেছি আমার পরে না রে মনে শোষণে শোষনে মনে পরে যায় বাস্প হয়ে আগের আমি তারা করে আমায় তার ছবি ভাসে ওরে আনায় গোনায় সে কি কভু মন থেকে আরে চেয়েছিলো আমায় কে ছিলো ভুল তুমি নাকি আমি আমি ভুল হলে ঠিক নও তুমি কার আমার দেখা হয় স্বপনে স্বপনে কি যে ভুলে গেছি আমার পরে না রে মনে কার আমার কথা হয় স্বপনে স্বপনে কি যে ভুলে গেছি আমার তারে আমি ছুয়ে দেখিনি