Nithua Pathare (Version 1)

Nithua Pathare (Version 1)

Fazlur Rahman Babu

Альбом: Monpura
Длительность: 3:56
Год: 2017
Скачать MP3

Текст песни

নিথুয়া পাথারে নেমেছি, বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
নিথুয়া পাথারে নেমেছি, বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ

না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ

অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ

প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর

নিথুয়া পাথারে নেমেছি, বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই

ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই