Geetikobita 1
Feedback
5:06আরেক নতুন গান নিয়ে শুরু হলো এ সন্ধ্যাবেলা আবার সেই একই অনুরোধ স্বেচ্ছায় এই মনটাকে আমি করবো না প্রতারণা কাঁদে এ আমার বীর মন তোমারি এত সুখের ছড়াছড়ি আমি দেখেছি নিরব আড়াল থেকে তোমারি এত ভালো থাকা দেখে আমি পারিনি দিতে সান্ত্বনা মনে স্বেচ্ছায় কোনো স্বপ্নকে ধরে রাখবো না হৃদয় অনলে এ আমার ব্যথার অবসর নিঃস্বার্থ সন্দেহ মনে থাকবে না গহীন দহনে কাঁদে এ আমার বীর মন তোমারি এত সুখের ছড়াছড়ি আমি দেখেছি নিরব আড়াল থেকে তোমারি এত ভালো থাকা দেখে আমি পারিনি দিতে সান্ত্বনা মনে নির্ভয় কোনো ভাবনা আসে না মনে আমার এই বীর মন শুধু প্রশ্ন করে এমনিতে জীবন যে মর ভালো না আমি আজি তোমার প্রতিহার আবার এক ভোরে আমি চাইবো না তোমায় রেখে আসুক কোনো নতুন প্রেমের মুখ অকাল বোধনে আমি চাইবো না তোমায় রেখে কাঁদুক এ আমার বীর মন তোমারি এত সুখের ছড়াছড়ি আমি দেখেছি নিরব আড়াল থেকে তোমারি এত ভালো থাকা দেখে আমি পারিনি দিতে সান্ত্বনা মনে