Akankha
Habib Wahid
4:53ভালো লাগে, ভালো লাগে, তোমায় ভালোবাসতে কেমন করে পারো তুমি আমায় দূরে রাখতে? ভালো লাগে, ভালো লাগে, তোমায় ভালোবাসতে কেমন করে পারো তুমি আমায় দূরে রাখতে? জোছনা ভরা চাঁদের রাতে যখন তোমায় দেখি ইচ্ছে করে বুকের মাঝে তোমায় বেঁধে রাখি জোছনা ভরা চাঁদের রাতে যখন তোমায় দেখি ইচ্ছে করে বুকের মাঝে তোমায় বেঁধে রাখি এমন মধুর প্রাণের কথা পাওনা কেন শুনতে? কেমন করে পারো তুমি আমায় দূরে রাখতে? ভালো লাগে, ভালো লাগে, তোমায় ভালোবাসতে কেমন করে পারো তুমি আমায় দূরে রাখতে? হৃদয় পুড়ে সুখের ঘরে রাখবো তোমায় আমি মনের ঘরে আঁকবো আমি তোমার প্রেমের ছবি হৃদয় পুড়ে সুখের ঘরে রাখবো তোমায় আমি মনের ঘরে আঁকবো আমি তোমার প্রেমের ছবি এমন বুকের গোপন কথা চাওনা কেন জানতে? কেমন করে পারো তুমি আমায় দূরে রাখতে? ভালো লাগে, ভালো লাগে, তোমায় ভালোবাসতে কেমন করে পারো তুমি আমায় দূরে রাখতে?