Haajar Bichhana

Haajar Bichhana

Fossils

Альбом: Fossils 4
Длительность: 6:55
Год: 2013
Скачать MP3

Текст песни

এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও

কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও

এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও

কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী, তুমি কি সেটাই চাও?

একদিন শেষ হয়ে যাবে সব
শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব কাল হবে

সেই ফেলে আসা ফিরে আসার পথ
আর ছুড়ে ফেলা কোনও শপথ
অনুশোচনার আঁচে জেগে রাত সকাল হবে

রঙ পাল্টে নেবে গিরগিটি
বিপ্লব শুধু vanity
পাইকারি এই কারবারে বারেবারে

ও, দাঁড়িয়ে আছে Gipsy caravan
যাবো as soon as I can
বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে রাত বাড়ে

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী, তুমি কি সেটাই চাও?

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে)