Khnoro Aamar Fossil
Fossils
5:33এক হাত থেকে অন্য হাতে শুধু বদলাও হাজার বিছানায় কীসের সান্তনা খুঁজে বেড়াও কোন লজ্জায় বহু ব্যবহৃত ঠোঁটে হাসি রেখেছ এঁকে হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও এক হাত থেকে অন্য হাতে শুধু বদলাও হাজার বিছানায় কীসের সান্তনা খুঁজে বেড়াও কোন লজ্জায় বহু ব্যবহৃত ঠোঁটে হাসি রেখেছ এঁকে হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয় তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয় এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয় অচিরেই শেষ হবে পৃথিবী, তুমি কি সেটাই চাও? একদিন শেষ হয়ে যাবে সব শেষ হবে লোক ঠকানোর উৎসব যা তুমি ভাবছো আজ অসম্ভব কাল হবে সেই ফেলে আসা ফিরে আসার পথ আর ছুড়ে ফেলা কোনও শপথ অনুশোচনার আঁচে জেগে রাত সকাল হবে রঙ পাল্টে নেবে গিরগিটি বিপ্লব শুধু vanity পাইকারি এই কারবারে বারেবারে ও, দাঁড়িয়ে আছে Gipsy caravan যাবো as soon as I can বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে রাত বাড়ে তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয় তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয় এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয় অচিরেই শেষ হবে পৃথিবী, তুমি কি সেটাই চাও? একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব) একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে)