Hat Diye Ja Chui
Hasan
3:54Valentine এ কাহিনী ভালোবাসার ভালোবাসার এ কাহিনী দু'টি হৃদয় মিলেমিশে এক সুরের রাগিণী পরিচয় কবে কিভাবে হলো এখন আর তা মনে নেই আছে শুধু স্মরণ দিনটা ছিল এই ফেব্রুয়ারিতেই কেউ বলে ভালোবাসা দিবস কেউবা অন্য কিছু আমি বলি ভালোবেসে যাও নেই কোনো টান পিছু বলো, "ভালোবাসি তোমায় I love you ভালোবাসি তোমায়" যদিও দু'জন জানে আছে হারাবার ভয় তবুও প্রেম সে অমর এক জনমের নয় চিৎকার করে বলতে তুমি পারো "বন্ধু, তোমাকে নিয়ে হাজার বছর বাঁচতে চেয়েছি ভালোবাসা দিয়ে" কেউ বলে ভালোবাসা দিবস কেউবা অন্য কিছু আমি বলি ভালোবেসে যাও নেই কোনো টান পিছু বলো, "ভালোবাসি তোমায় I love you ভালোবাসি তোমায়" কখনো এই বাঁধনে মান অভিমান হয় তবুও ভুল পেরিয়ে আবারও ভালোবাসে গলা ছেড়ে তাও উজাড় করে গাও আজকের দিন শুধু তোমার প্রতিটি ক্ষণ, প্রতি দিন রাত জয়জয়কার ভালোবাসার কেউ বলে ভালোবাসা দিবস কেউবা অন্য কিছু আমি বলি ভালোবেসে যাও নেই কোনো টান পিছু বলো, "ভালোবাসি তোমায় I love you ভালোবাসি তোমায়" এ কাহিনী ভালোবাসার ভালোবাসার এ কাহিনী দু'টি হৃদয় মিলেমিশে হয় এক সুরের রাগিণী পরিচয় কবে কিভাবে হলো এখন আর তা মনে নেই আছে শুধু স্মরণ দিনটা ছিল এই ফেব্রুয়ারিতেই কেউ বলে ভালোবাসা দিবস কেউবা অন্য কিছু আমি বলি ভালোবেসে যাও নেই কোনো টান পিছু বলো, "ভালোবাসি তোমায় I love you ভালোবাসি তোমায়"