Debo Aj Bole

Debo Aj Bole

Hridoy Khan

Альбом: Bolna
Длительность: 5:09
Год: 2009
Скачать MP3

Текст песни

Ooooo
(It's Hridoy Khan, Back in the town)
যতনে মনে মনে তোমাকে সাজাই
কী করে বলি আরো কাছে পেতে চাই
যতনে মনে মনে তোমাকে সাজাই
কী করে বলি আরো আরো কাছে পেতে চাই
সবই লাগে ভালো
এ দুচোখের সীমানায়
ও আমার স্বপ্নগুলো
তোমায় ছুঁয়ে যেতে চায়
আহা

ও মেয়ে, যেওনা এক্ষণি চলে
ভালোবাসি, এ কথা দেবো আজ বলে
ও মেয়ে, যেওনা এক্ষণি চলে

ভালোবাসি, এ কথা দেবো বলে

মনেরি গহীনে
না বলা কথা যে
বাজে সুর হয়ে নীরবে
স্বপ্ন লোকে
বন্ধু হয়ে

মিশে আছো তুমি
অনুভবে

সবই লাগে ভালো
এ দুচোখের সীমানায়
ও আমার স্বপ্নগুলো
তোমায় ছুঁয়ে যেতে চায়
আহা
ও মেয়ে, যেওনা এক্ষণি চলে
ভালোবাসি, এ কথা দেবো আজ বলে
ও মেয়ে, যেওনা এক্ষণি চলে
ভালোবাসি, এ কথা দেবো বলে
করি না কিছু ভয়
পাশে যদি তুমি থাকো
রঙের বর্ণ ছটায়
হৃদয়ের হৃদয় আঁকো
করি না কিছু ভয়
পাশে যদি তুমি থাকো
রঙের বর্ণ ছটায়
হৃদয়ের হৃদয় আঁকো
ও মেয়ে যেওনা এক্ষণি চলে

ভালোবাসি, একথা দেবো আজ বলে
ও মেয়ে যেওনা এক্ষণি চলে
ভালোবাসি, একথা দেবো বলে

যতনে মনে মনে তোমাকে সাজাই
কী করে বলি আরো কাছে পেতে চাই
যতনে মনে মনে তোমাকে সাজাই
কী করে বলি আরো আরো কাছে পেতে চাই
সবই লাগে ভালো
এ দুচোখের সীমানায়
ও আমার স্বপ্নগুলো
তোমায় ছুঁয়ে যেতে চায়
আহা
ও মেয়ে, যেওনা এক্ষণি চলে
ভালোবাসি, এ কথা দেবো আজ বলে
ও মেয়ে, যেওনা এক্ষণি চলে
ভালোবাসি, এ কথা দেবো বলে
(ও মেয়ে)
(It's Hridoy Khan)
(ভালোবাসি)
(Back in the town)
ও মেয়ে যেওনা
(ভালোবাসি)
এ কথা দেবো বলে
ও মেয়ে, (মেয়ে)...