Lokkhishona

Lokkhishona

Hridoy Khan

Альбом: Lokkhishona
Длительность: 3:58
Год: 2023
Скачать MP3

Текст песни

লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে
কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো
লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
তুই আমার জীবন, তুই ছাড়া মরন
তুই যে আমারই সাত রাজারও ধন
তুই আমার জীবন, তুই ছাড়া মরন
তুই যে আমারই সাত রাজারও ধন
কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো
লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
তুই চাঁদের কণা, তুই ছানাপোনা
তুই যে আমারই সব সুখেরই ক্ষণ
তুই চাঁদের কণা, তুই ছানাপোনা
তুই যে আমারই সব সুখেরই ক্ষণ
কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো
লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী
রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামী