Obak Bhalo Laga (Feat. Raisa)

Obak Bhalo Laga (Feat. Raisa)

Hridoy Khan

Альбом: Hridoy Mix, Vol. 3
Длительность: 5:05
Год: 2012
Скачать MP3

Текст песни

অবাক ভালো লাগা ভালোবাসাতে
ছুয়ে দিল আমাকে
আমি গতিহারা আমি দিশেহারা
হথাত ছুয়ে যাওয়া কাছে আসাতে
বিহবল চঞ্চল আমি শ্রাবনের বারিধারা
ভালোবেসে মৃদু হেসে
এলকেশে দিলে ফুল
কেন বলো অগোছালো
এলমেলো তোমার চুল
না না না ভালো না
এ মন নিয়ে ছেলেখেলা
তোমারও কি মন লাগে একেলা

আমার এই হাতটা ধরে চোখে চোখ রেখে
বলো তুমিও কি কথা ভোলো এ চোখে দেখে
ভালোবেসে মৃদু হেসে
এলকেশে দিলে ফুল
কেন বলো অগোছালো
এলমেলো তোমার চুল
না না না ভালো না
এ মন নিয়ে ছেলেখেলা
তোমারও কি মন লাগে একেলা

তোমার ওই ভালোবাসা মেঘে ঢাকা চাঁদ
উদাস দুটি চোখে চেয়ে জাগে
জীবনের সাধ
ভালোবেসে মৃদু হেসে
এলকেশে দিলে ফুল
কেন বলো অগোছালো
এলমেলো তোমার চুল
না না না ভালো না
এ মন নিয়ে ছেলেখেলা
তোমারও কি মন লাগে একেলা
অবাক ভালো লাগা ভালোবাসাতে
ছুয়ে দিল আমাকে
আমি গতিহারা আমি দিশেহারা
হথাত ছুয়ে যাওয়া কাছে আসাতে
বিহবল চঞ্চল আমি শ্রাবনের বারিধারা