Obujh Bhalobasha (Feat. Saara)
Hridoy Khan
5:36কেন যে ছুঁয়ে দিয়ে চলে যাও? দেখা দাও এভাবে আমাকে অনুভবে তুমি কেন যে কাঁদাও? মন আঁধারে খুঁজি অযথাই চোখেরই আড়ালে হারালে কোথায়? চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না এ জীবন অসহায়, মরণেও নেই ভয় কারে বা জানাই, কারে কই? স্বপন মুছে যায় হায় কি আশায় ক্লান্ত একা আমি বেঁচে রই মন আঁধারে খুঁজি অযথাই চোখেরই আড়ালে হারালে কোথায়? চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না এ জীবন অসহায়, মরণেও নেই ভয় কারে বা জানাই, কারে কই? স্বপন মুছে যায় হায় কি আশায় ক্লান্ত একা আমি বেঁচে রই মন আঁধারে খুঁজি অযথাই চোখেরই আড়ালে হারালে কোথায়? চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না চলে গেছ, তুমি গেছ চলে নিয়ে যত খুশি, দিয়ে গেছ বেদনা গেছ একা পথে, ভেঙেছ স্বপন বলেছিলে যেন কভু কেঁদো না