Angule Angul
Imran Mahmudul
4:39পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে মেঘেদের ভাজে চাঁদ চায় যে লুকাতে আমিও তোমারি হলাম চাইনা হারাতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে First verse আকাশের বুকে যদি লেখা যেতো ভালবাসি তোমাকে আমি কত সাগরের ঢেউ যদি গোনা যেতো তোমাকে চাই কত বোঝা যেতো মরে যাবো তোমারই এক ইশারাতে মরণও পারবে না তোমাকে ভোলাতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে 2nd verse বুকেরই বায়ে আঁকা তোমারই ছবি দেখে দেখে হয়ে যাই প্রেমেরই কবি প্রেমেরই কবি যত চাই তত পাই মন ভরে না ভালোবাসা এটা বোধহয় জানা ছিলো না জানা ছিলো না এ জনমে যদি না পাই পাবো পরজনমে ছিনিয়ে নেব যে তোমায় থাকো না যেখানেতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে