Parbona Tomake Charte

Parbona Tomake Charte

Imran Mahmudul

Длительность: 5:29
Год: 2025
Скачать MP3

Текст песни

পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে
বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
মেঘেদের ভাজে চাঁদ চায় যে লুকাতে
আমিও তোমারি হলাম চাইনা হারাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
First verse
আকাশের বুকে যদি লেখা যেতো
ভালবাসি তোমাকে আমি কত
সাগরের ঢেউ যদি গোনা যেতো
তোমাকে চাই কত বোঝা যেতো
মরে যাবো তোমারই এক ইশারাতে
মরণও পারবে না তোমাকে ভোলাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
2nd verse
বুকেরই বায়ে আঁকা তোমারই ছবি
দেখে দেখে হয়ে যাই প্রেমেরই কবি
প্রেমেরই কবি
যত চাই তত পাই মন ভরে না
ভালোবাসা এটা বোধহয় জানা ছিলো না
জানা ছিলো না
এ জনমে যদি না পাই পাবো পরজনমে
ছিনিয়ে নেব যে তোমায় থাকো না যেখানেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে