Ekanto Golaap
Indalo
4:18সময় হলো এখন আমার মুখোমুখি বসবার বুকের কাছে প্রিয় আগুন জ্বলে উঠবার সময় হলো এখন তোমার আমাকে জাগাবার ভেজা হাতে ছুঁয়ে দিও আমার সব আর্দ্রতা তোমার সঙ্গে আমি হারিয়ে যাব ঘুমের দেশে লুকাব বাতাসের দিনে হেঁটে যাব বহুদূর তোমার সঙ্গে আমি হারিয়ে যাব ঘুমের দেশে লুকাব বাতাসের দিনে হেঁটে যাব বহুদূর তোমার সঙ্গে আমি হারিয়ে যাব ঘুমের দেশে লুকাব বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর