Isd
Indalo
4:00দেয়ালে সময়ের ছায়া ছায়া বেয়ে নেমে আসে অলীক হরিণ চোখ পড়তেই পালায় উঁকি দেয় একটা সাপ পুরোনো চেনা অন্ধকারে কেবল অপেক্ষায় কখন পথ হারায় সিঁড়ি বেয়ে নেমে যাই অলীক কোনো শব্দের অপেক্ষায় কখনো যদি সে পথ হারায় চোখ পড়তেই পালায় সিঁড়ি বেয়ে নেমে যাই অলীক কোনো শব্দের অপেক্ষায় কখনো যদি সে পথ হারায়