Aamar Hridoy

Aamar Hridoy

Jayati Chakraborty

Альбом: Uro Prem
Длительность: 5:08
Год: 2017
Скачать MP3

Текст песни

আমার হৃদয়, তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও, আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও, আমার হৃদয়

কে আমারে কী যে বলে
কে আমারে কী যে বলে
ভোলাও ভোলাও ভোলাও, আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও, আমার হৃদয়

ওরা কেবল কথার পাকে
নিত্য আমায় বেঁধে রাখে
ওরা কেবল কথার পাকে
নিত্য আমায় বেঁধে রাখে
বাঁশির ডাকে সকল বাঁধন
খোলাও খোলাও খোলাও, আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও, আমার হৃদয়

মনে পড়ে, কত না দিন রাতে
আমি ছিলেম তোমার খেলার সাথী
মনে পড়ে, কত না দিন রাতে
আমি ছিলেম তোমার খেলার সাথী

আজকে তুমি তেমনি করে
সামনে তোমার রাখো ধরে
আজকে তুমি তেমনি করে
সামনে তোমার রাখো ধরে
আমার প্রানে খেলার সে ঢেউ
তোলাও তোলাও তোলাও, আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও, আমার হৃদয়...