Olo Soi
Jayati Chakraborty
4:30রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া কুল—কলঙ্কের ভয় কি তোমার নাই গো, জয় রাধে? জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই আমরা তোমার সেবার দাসী যুগলচরণ ভালোবাসি আমরা তোমার সেবার দাসী যুগলচরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা নাই গো, জয় রাধে যুগল বিনে অন্য আশা নাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই