Oi Tor Mayabi Chokh

Oi Tor Mayabi Chokh

Jeet Gannguli, Shreya Ghoshal, & Prasen

Длительность: 4:23
Год: 2020
Скачать MP3

Текст песни

ওই তোর মায়াবী চোখ

আঁচল হয়ে যাবো

ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাবো
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাবো

আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো

একবার ডেকে যা তুই
বার বার চলে যাবো
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো

আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো

ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাবো
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাবো

মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর
মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর
নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর
নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর

আকাশ হয়ে যা তুই
সাগর হয়ে যাবো
আজ ঢেউ হয়ে যা তুই
পাথর হয়ে যাবো

আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো

একবার ডেকে যা তুই
বার বার চলে যাবো
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো

দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
সে যেন আগে ছিল, যে এলো হঠাৎ
সে যেন আগে ছিল, যে এলো হঠাৎ

ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাবো
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাবো

আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো

একবার ডেকে যা তুই
বার বার চলে যাবো
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো