Tumi Amar Chad
Kazi Shuvo
4:26এই চোখে রেখে চোখ মন-মাঝে আসো না এই বুকের আকাশে উড়ে যাব চলো না এই চোখে রেখে চোখ মন-মাঝে আসো না এই বুকের আকাশে উড়ে যাব চলো না কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? চারিদিকে দেখি শুধু আমি অথই আঁধার তুমিহীনা কী যে ব্যথা এই বুকেতে আমার চারিদিকে দেখি শুধু আমি অথই আঁধার কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? দূরে গেলে একটু তুমি পুড়ে যায় মন চোখজুড়ে নেমে আসে অঝোর শ্রাবণ দূরে গেলে একটু তুমি পুড়ে যায় মন চোখজুড়ে নেমে আসে অঝোর শ্রাবণ কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না? সাত জনমের তুমি, কেন বোঝো না? এই হৃদয়ের তুমি, সে কি জানো না?