Bhalobesho Ekbar

Bhalobesho Ekbar

Krishnokoli

Альбом: Surje Badhi Basha
Длительность: 5:57
Год: 2017
Скачать MP3

Текст песни

ছুঁয়ে ছুঁয়ে দেখ আমার এ হাড়, ছুঁয়ে ছুঁয়ে শেখো একি
চোখ দিয়েছি প্রিয় বন্ধু, সে চোখে দেখ পৃথিবীর রুপ একি।
তবু বন্ধু ভালবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবার।

বিশাল মহাকাশ, ছোট্ট পৃথিবী
তিন ভাগ জলে ভাসা; একভাগ মাটি,
তুমি বন্ধু বেধেছ ছোট্ট বাসা।

সে ছোট ঘরেতে শূন্যতা ভরে নির্বাক মিছে আশা
তবু বন্ধু ভালবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবার।

মেঘেতে জলপরী নেই, মেঘেতে মেঘপরী কই
মহাকাশ শূন্য অসীম, সে রেখায় একা একা
পৃথিবীর পানে চেয়ে, দু'চোখে স্বপ্ন নিয়ে
তবু বন্ধু ভালবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবার।

হাজারে হাজারে মানুষ বাজারে বাজারে স্বপ্ন ঝুলি;
একা একা আর থেকে হাহাকার: কি করি, কি করি।

তবু বুক পেতে রেখে ভালবাসা দেখে আয় ছুটে আয় বাঁচি
তবু বন্ধু ভালবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবার।