Bhalobasa More Bhikhari Koreche
Kumar Sanu
3:44কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানী কতদিন,কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি কত দিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে কত দিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে,জেগে আছে প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরও প্রিয় হয় জানি কতদিন,কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি হয়ত তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি তুমি জোছনায় জাগিছো নিশি সাথে লয়ে নতুন সাথী। হয়ত তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি তুমি জোছনায় জাগিছো নিশি সাথে লয়ে নতুন সাথী। হেথা মোর দীপ নেভা রাতে নিদ নাহি দুটি আঁখি পাতে হেথা মোর দীপ নেভা রাতে নিদ নাহি দুটি আঁখি পাতে প্রেম সে যে মরিচীকা হায় এ জীবনে এই শুধু মানি কতদিন,কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি কতদিন দেখিনি তোমায়